ঈদগাঁওয়ে গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ওসি

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
গভীর রাত প্রায় ২টা ছুঁই ছুঁই। থানা থেকে সাদামাটা পোশাকে বের হলেন ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। সঙ্গে ক’জন পুলিশ সদস্য নিয়ে চলছে পিকআপ। গাড়িতে ছিল কটি কম্বল। চলে গেলেন ঈদগাঁও ফকিরা বাজার, বাস স্টেশন, কলেজ গেইট, বংকিম বাজার ও বাজারের ডিসি রোড়ে ছিন্নমূল ও শীতার্ত অসহায় মানুষদের দ্বারে দ্বারে।

গভীর রাতে এসব এলাকায় জুবুথুবু হয়ে ঘুমাচ্ছে কিছু মানুষ। গাড়ি থেকে নেমেই একে একে কম্বল জড়িয়ে দিতে থাকলেন মানুষগুলোকে। একটু উঞ্চতা পেয়ে জেগে উঠলেন কেউ কেউ। বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলেন কম্বল জড়িয়ে দেওয়া মানুষটি আর কেউ নয়, ওসি ঈদগাঁও। বৃদ্ধদের কেউ কেউ হাত বাড়িয়ে আশীর্বাদও করলেন। বিনয়ের সঙ্গে ওসি তাদের কাছে দোয়াও চাইলেন।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, এ শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। এছাড়াও যারা রাতে নিরাপত্তার দায়িত্বে থাকে তারা অনেক কষ্ট করে শীতে। এই মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবনযাপন করে থাকে। এদের কথা চিন্তা করেই এসব কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, দিনের বেলায় এ সকল লোকজন বিভিন্ন জায়গায় পেটের দায়ে কাজে ব্যস্ত থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল তুলে দিচ্ছি। তিনি সমাজের বৃত্তবানদেরকে এসব অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।