চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ হয়।
ক ও খ গ্রুপের শিক্ষার্থীদের জন্য দুটি আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার তথ্য অনুযায়ী এ বছর ক গ্রুপে যোগ্য প্রার্থীর সংখ্যা ১৩০৯২ জন এবং খ গ্রুপের জন্য নির্বাচিত হয়েছে ৮৫০ জন শিক্ষার্থী। আগামী ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০ টা থেকে যোগ্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

আগামী ১৭ জানুয়ারি (শনিবার) গ্রুপ ‘ক’ এবং গ্রুপ ‘খ’ এর জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং গ্রুপ ‘খ’এর স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্ত হস্তে অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবছরের মতো এবারও চুয়েট ও চট্টগ্রাম শহরে পরীক্ষার আসনবিন্যাস বণ্টন হবে।
উল্লেখ্য, চুয়েটে স্নাতক পর্যায়ে তিনটি প্রকৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১২টি বিভাগের ৯২০ টি আসন রয়েছে। এছাড়াও রাখাইন সম্প্রদায়ের জন্য ০১ টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০ টি সহ অতিরিক্ত ১১ টি আসন সংরক্ষিত রয়েছে।












