গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রেে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদে আসর চট্টগ্রাম ফয়েজ লেকস্হ বিটিভি চট্টগ্রাম কেন্দ্র জামে মসজিদ আয়োজিত এ দোয়া মাহফিলে বিটিভির কর্মকর্তা, কর্মচারী ,শিল্পী, কলাকৌশলী, বিএনপি, জাসাস, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দসহ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিট সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট সংগীত শিল্পী আবুল মান্নান রানা, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রর জিএম ইমাম হোসেন, বিশিষ্ট সংগীত পরিচালক মোস্তফা কামাল, মহানগর জাসাসের সদস্য সচিব মামুনুর রশীদ শিপন , বিটিভির বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম, বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ বঙ্গবাসী , টিভি উপস্থাপক অধ্যাপক মৌলানা মনিরুল ইসলাম রফিক, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন, মহানগর যুবদলের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, মহানগর ছাত্র দলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তানভির, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক সাজ্জাদ খান, সাংবাদিক জাহেদ কায়সার প্রমুখ। প্রযোজক ইলন সফির সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মৌলানা আবদুল হান্নান।












