শফিউল আলম, রাউজান ঃ রাউজান উপজেলা যুবদলের নেতা জানে আলম সিকদার (৫০) নিহত হয়েছেন।
৫ জানুয়ারী (সোমবার) দিবাগত রাত ৮ টার সময়ে পুর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক সিকদার বাড়ীর সামনে মুখোশপড়া একদল দুর্বৃত্ত তাকে গুলি করে।
ঐ সময়ে দুবৃত্তের গুলিতে যুবদল নেতা মারাত্বভাবে আহত হয়। আহতবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে তাকে ভর্তি করার পর যুবদল নেতা জানে আলম মারা যায় বলে জানা গেছে। দুবৃত্তের গুলিতে নিহত যুবদল নেতা জানে আলমের লাশ এভারকেয়ার হাসপাতালে রয়েছে। তার বুকে দুটি গুলি লাগে বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, যুবদল নেতা জানে আলম গুলিবিদ্ব হওয়ার ঘটনার সংবাদ পেয়ে পুর্ব গুজরা পুলিশ তদন্ত ফাড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করছে।












