সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো “আল—গাযালী ফেস্ট অ্যান্ড ফেয়ারওয়েল” অনুষ্ঠান। বিদায়ী শিক্ষার্থীদের জন্য সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত, না’তে রাসুল (সা.) ও দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে শুভ সূচনা হয়। বিদায়ী বিভাগীয় প্রধান ড. নুরুন্নবী আল আজহারী—এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজিস্টার এ এফ এম মোদাচ্ছের আলী এবং বিশেষ অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় সংকর বড়ুয়া।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এতে বক্তৃতা করেন নবনিযুক্ত বিভাগীয় প্রধান মুহিউদ্দিন মাহবুব, সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আল আযহারী, প্রভাষক রেজাউল মোস্তফা রেজা, এছাড়াও বক্তব্য প্রদান করেন বিভাগের অতিথি শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলাউদ্দিন চৌধুরী ও আরবি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন স্টল, সাংস্কৃতিক পরিবেশনা, ক্রেস্ট ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের সমাপনীতে নতুন পথচলায় শিক্ষার্থীদের জন্য শুভকামনা ও দোয়া করা হয়।












