নির্বাচিত হলে পাঁচটি বিষয়কে প্রাধান্য দেবো: নওফেল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সংবাদ সম্মেলনে বলেছেন, নির্বাচিত হলে পাঁচটি বিষয়কে প্রাধান্য দেবেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, ‘যদি আমি নির্বাচিত হই কিছু বিষয় প্রাধান্য দেব। একজন জনপ্রতিনিধির মূল কাজ আইন প্রণয়ন করা। নাগরিক সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে জনগণের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে কাজ করব। সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করব। সরকারি কাজে জবাবদিহিতা থাকলে জনগণ উৎফুল্ল থাকে। চট্টগ্রামকে ঘিরে যেসব মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করব। আমাদের নারী সমাজের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ক্ষমতায়ন, অর্থনেতিকভাবে সাবলম্বী করার জন্য কাজ করব। সকল ধর্মের মানুষের সহাবস্থান, সাম্প্রদায়িক সম্পীতি বজায় রাখার জন্য কাজ করব। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিকেন্দ্রকরণে কাজ করব। চট্টগ্রাম বন্দর ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এখন আমাদের ঢাকায় দৌড়াতে হয়।’