
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার কক্সবাজারের : ঈদগাঁও বাজারে এলপিজি গ্যাসের মূল্য সরকার নির্ধারিত মূল্যের বেশি রাখায়, মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং মাপে কম দেয়ার অভিযোগে তিন দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময়
ঈদগাঁও থানা পুলিশের একটি দল তাকে সহযোগীতা করেন।।
রবিবার (৪ জানুয়ারী) বিকেলে ঈদগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং করা হয়। এ সময় এলপিজি গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮,৪০, ৪৬ ধারায় তিন দোকানিকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলবে।
৪/১/২০২৬ খ্রি.












