জেইউসি’র উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও কক্সবাজার প্রেসক্লাব এর জমিদাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এই অনুষ্ঠানে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন-হাফেজ মাওলানা আকতার হোসেন।

১ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)।

কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না।
জেইউসি’র সহ-সভাপতি এমআর মাহবুব এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেইউসি’র সভাপতি নুরুল ইসলাম হেলালী।

বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তাওহীদুল আনোয়ার, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ ইমরান মিজান, নির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিন ছিদ্দিকী, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক আলোকিত বাংলাদেশ ওর স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ, জেইউসির সদস্য জিয়াউল করিম, বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি খোরশেদ আলম হেলালী।

অনুষ্ঠানে অতিথিরা-দেশনেত্রী খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেন এবং তাঁর রাজনীতি ও গণতন্ত্রের জন্য অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক আদর্শের শক্ত ভিত্তি গড়ে উঠেছিল, যা দেশবাসী দীর্ঘদিন মনে রাখবে।

অতিথিরা আরো বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য সকলকে মানবিক ও ঐক্যবদ্ধ মনোভাব বজায় রাখতে হবে। সমবেত দোয়ার মাধ্যমে কক্সবাজারে শোক ও শ্রদ্ধার আবহ সৃষ্টি হয় এবং দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর সম্মান প্রকাশ পায়।
মিলাদ মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।