রাঙামাটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় ভার্চুয়ালি যুক্ত হয়ে অংশ নেন রাঙামাটিবাসী।
বুধবার (৩১ ডিসেম্বর) রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে শত শত সাধারণ মানুষ এবং বিএনপির নেতৃবৃন্দরা এ জানাজায় অংশ নেন।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানাযা এলইডি টিভির মাধ্যমে রাঙামাটিতে দেখানো হয়। অর্থাৎ টিভিতে সম্প্রসারিত জানাজার সঙ্গে রাঙামাটিবাসীও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে জানাজায় অংশ নেন।












