খাগড়াছড়িতে সব সম্প্রদায়ের প্রার্থনায় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনা

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন সব সম্প্রদায়ের মানুষ।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে শহরের য়ংড বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় প্রার্থনার। জাতীয়তাবাদী বৌদ্ধ সমাজের উদ্যোগে প্রার্থনায় চলে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিস্কার দান ও হাজার প্রদীপ দানসহ নানাবিধ দানের মহতি পূণ্যানুষ্ঠান হয়। এতে অংশ নেন চাকমা ও মারমা সম্প্রদায়ের মানুষ।

এ সময় স্মৃতিতে বেগম খালেদা জিয়ার জন্য শোক জানিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নের জন্য তার অবদান স্মরণ করা হয়। মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ চন্দ্র চাকমা, অনিমেষ চাকমা রিংকু, য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমাসের মহাথেরো।
পরে ধর্মীয় দেশনায় প্রয়াত বেগম জিয়ার আত্মার শান্তি ও তাকে স্বর্গবাসী করতে বিশেষ প্রার্থনা করা হয়।

এছাড়াও শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে হিন্দু ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা।