রাউজানে আ’লীগের প্রচারণা তুঙ্গে, অন্য দলের প্রার্থীর প্রচারণা নেই

রাউজান প্রতিনিধি ঃ মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর প্রচারনা চললে ও বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রার্থীর প্রচরনা নেই । চট্টগ্রাম- ৬ রাউজান সংসদীয় আসনে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী নৌকা প্রতিকে ভোট চেয়ে রাউজানের হলদিয়া ইউনিয়ন, ডাবুয়া ইউনিয়ন, চিকদাইর ইউনিয়ন, রাউজান পৌরসভা, বাগোয়ান ইউনিয়ন, পাহাড়তলী ইউনিয়ন, উরকির চর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা করে । রাউজানের বিভিন্ন এলাকায় মহাজোট প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী আলাদা ভাবে নৌকা প্রতিকের পক্ষে প্রচারনা চালায় । এছাড়া ও রাউজানের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ প্রতিদিন নৌকা প্রতিকের পক্ষে প্রচারনা চালিয়ে আসছে । রাউজানের বিভিন্ন এলাকার সড়কে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর নৌকা প্রতিকের পোষ্টার টাঙ্গানো দেখা যায় । রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর নৌকা প্রতিকের কার্যলয় নির্বাচনী প্রচারনায় সরগরম হয়ে উঠেছে । মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর নৌকা প্রতিকের প্রচারনা ও পোষ্টার দেখা গেলে ও বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদারের ধানের শীষ প্রতিকের প্রচারনা তেমন দেখা যায়নি । প্রতিক বরাদ্ব পাওয়ার পর বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদার ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে রাউজান পৌরসদর ও রাউজান ইউনিয়নের আংশিক এলাকায় ভোটারদের কাছে প্রচার পত্র বিলি করলে ও এরপর থেকে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদারের ধানের শীষ প্রতিকের আর কোন প্রচারনা দেখা যায়নি । বিএনপির প্রার্থী জসিমউদ্দিন সিকদারের ধানের শীষ প্রতিকের কোন পোষ্টার এলাকায় দেখা যায়নি । চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবদুল আলী হাতপাখা প্রতিক রাউজানে প্রচারনা করেনি । ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবদুল আলী হাতপাখা প্রতিকের কোন পোষ্টার এলাকায় দেখা যায়নি । রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ বলেন, প্রতিক বরাদ্ব পাওয়ার পর থেকে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ রাউজানের বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনের আচরন বিধি মেনে প্রচারনা চালিয়ে আসছে । বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদার বলেন, ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে আমি এলাকার মানুষের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছি । পোষ্টার টাঙ্গানো না হলে ও ভোটারদের কাছে প্রচার পত্র বিলি করা হচ্ছে । রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নিবাচনের দায়িত্বে নিয়োজিত ম্যজিষ্টেট জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজান আসনে এখনো কোন প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্বে কোন অভিযোগ করেনি। রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নিবাচনের দায়িত্বে নিয়োজিত ম্যজিষ্টেট জোনায়েদ কবির সোহাগ জানান গত ১৮ ডিসেম্বর রাউজান আসনে নির্বাচন অনুষ্টানে আইন শৃংখলা রক্ষা করার জন্য ৫ প্লাটুর বর্ডার গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে । নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আগামী ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনির সদস্যরা ও এলাকায় মোতায়েন করা হবে । এছাড়া ও নির্বাচন অনুষ্টানে পুলিশ, র‌্যাব, আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে । রাউজানে সুষ্ট ও শান্তিপুর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্টান সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান, রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার শামীম হোসেন রেজা । চট্টগ্রাম – ৬ রাউজান আসনে ৮৪টি ভোট কেন্দ্রে ২লাখ ৭০ হাজার ৭শত জন ভোটার আগামী ৩০ ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করবে । রাউজানের বিভিন্ন এলাকায় ঘুরে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায় রাউজানে গত ১০ বৎসরে ব্যাপক উন্নয়ন কাজ করেছে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী । একারনে রাউজানের সাধারন মানুষ উন্নয়ন কাজের জন্য এবি এম ফজলে করিম চৌধুরীকে নৌকা প্রতিকে ভোট দেবে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ।