‘জিম্মিদশা থেকে মুক্তি পেতে চাইলে মোমবাতিতে ভোট দিন’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী বলেছেন, নির্বাচিত হলে ফটিকছড়ির অবহেলিত যোগাযোগ ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাব ।

তিনি বুধবার (১৯ ডিসেম্বর) উপজেলার বক্তপুর, শান্তিরহাট, আজাদী বাজার, ধর্মপুর, আবদুল্লাহ পুর, কমিটি বাজার, জাহান পুর, সৈয়দ বাজার, আবদুল্লাহ পুর বৌদ্ধ মন্দির এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন। এসময় তিনি আজাদী বাজার এবং বক্তপুরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘বিগত সময়ে দু বছর পর পর বন্যায় ক্ষতিগ্রস্থ অভ্যন্তরীণ সড়কগুলোর মেরামত এবং সংস্কার না করায় জনগনের দুর্ভোগ চরমে পৌঁচেছে। অথচ সরকার সারাদেশের মত ফটিছড়িতেও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক বরাদ্দ দিয়েছে। অপর দিকে উপজেলার ৭ লাখ মানুষের চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা সদরের ২০ শয্যা হাসপাতলে নামে মাত্র ভবন নির্মিত হলেও চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নকল্পে উপজেলার উত্তর এবং দক্ষিণে দুটি মাতৃ সদন হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।’

এর আগে তিনি উপজেলার পাইন্দং, ভুজপুর, নারায়নহাট, দাঁতমারা ,নেপচুন চা বাগান এলাকায়ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের নেতা এইচ এম মনজুরুল আনোয়ার চৌধুরী, এস এম জাহাঙ্গীর আলম, শাহজালাল, হোসেন উদ্দিন, এইচএম ফিরোজ, শহীদুল্লাহ কায়সার, তারেক হোসেন, মাষ্টার ফয়েজ, মামুন প্রমুখ।