উখিয়া প্রতিনিধি:
বাল্য বিবাহ এবং ঝড়ে পড়া রোধকল্পে কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন স্কুলের স্টুডেন্ট কেবিনেট সদস্যদেরকে সাইকেল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী বলেছেন, এরা সবাই সাইকেল যোদ্ধা। বাল্যবিবাহ, ঝরেপড়া বন্ধ করতে স্টুডেন্ট ক্যাবিনেটের এই যোদ্ধারা যে কোন সময় আপনার বাড়ীতে গিয়ে হাজির হবে। এর মধ্যে দিয়ে এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন হল আজ।
আজ বুধবার (১৯ ডিসেম্বর) সকালে উখিয়া উপজেলা প্রশাসন অায়োজনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে ইউনিসেফের সহযোগিতায় ১৪ জন শিক্ষার্থীকে সাইকেল বিতরণ করা হয়।