‘শোষণমুক্ত বাঁশখালী গড়তে লাঙ্গলে ভোট দিন’

বাঁশখালীর সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, দিনমজুর ও শ্রমিকের পেটে লাথি মেরে এক শ্রেনীর মানুষ এতদিন শোষণ’র ষ্ট্রীম রোলার চালিয়েছে। তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়-ভীতি, হয়রানী ও সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে বাঁশখালীর বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে সন্ত্রাসী কায়দায় অবৈধ ট্যাক্সের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে।

তিনি আরও বলেন, বিগত ২০ বছরে বাঁশখালীবাসী অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সাধারন মানুষ অকারনে বিভিন্ন হয়রানী মূলক মামলার আসামী হয়েছে । এ নির্যাতন নীপিড়নের জবাব সাধারন মানুষ ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আর কোন শোষণের জলাঞ্জলী হতে চায় না বাঁশখালীবাসী। সময় এসেছে সকল অন্যায় অবিচারের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার। তাই, শোষণমুক্ত বাঁশখালী গড়তে ৩০ ডিসেম্বর লাঙ্গলে ভোট দিন।

১৯ ডিসেম্বর বুধবার বাঁশখালীর সরল ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় মহাজোট তথা জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিন জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফিরোজ রশিদ তালুকদার, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মুহবুবুল আলম, জাপা নেতা নুরুল ইসলাম, ছাত্রনেতা মামুনুর রশিদসহ সর্বস্থরের জনসাধারন।
পরে বিশাল মিছিল সহকারে সরল ইউনিয়নের হারুন বাজার, কালাইয়ার দোকান, জালিয়াখালী বাজারসহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন।