হালদায় অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

শফিউল আলম, রাউজান ঃ হালদা নদীতে অভিযান ৬ জনকে একমাসের দন্ড ৬ লাখ টাকা জরিমানা।

২৪ ডিসেম্বর (বুধবার) ভোর ৩ টায় হালদা নদীতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের পরিচালনা করে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু উত্তোলন/পরিবহনের অপরাধে ০৬ জন ব্যক্তির প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিন করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানা অনাদায়ে আরো ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ আরমান। অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শওকত আলী, হাটহাজারী মডেল থানা পুলিশ এবং সংশ্লিষ্টরা সহযোগিতা করেন।

হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাটহাজারী উপজেলা সকারী কমিশনার ভুমি শাহেদ আরমান ।