বাঁশখালীতে জাফরুলের গণসংযোগে হামলা: আহত ৫

নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে ধানের শীষের প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরীর গণ সংযোগে হামলা চালিয়েছে নৌকা প্রতীকের সমর্থকরা।

বুধবার (১৯ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার সরল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাফরুল ইসলামসহ প্রায় ১০ থেকে ১২ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সরল ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমদ।

জাফর আহমদ জানান, আহতদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে আহতদের ব্যাপারে বিস্তারিত জানাতে পারেনি এই বিএনপি নেতা।
এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে আছেন: দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সজীব, পৌর ছাত্রদল সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রদল নেতা জুয়েল ও জালাল। বিএনপি প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামীলীগের বর্তমান সাংসদ মোস্তাফিজুর রহমানের বাড়ি সরল ইউনিয়নে। গতকাল (মঙ্গলবার) এই ইউনিয়নে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর মাইকিং প্রচারনায় হামলা চালায় সাংসদ মোস্তাফিজের সমর্থকরা।

বিএনপির স্থানীয় নেতারা জানান, নৌকা প্রতীকের সর্মথকরা বিএনপির গণসংযোগে হামলা চালিয়েছে।