চট্টগ্রাম- ৫ হাটহাজারী আসনে বিশ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক ধানের শীষের পক্ষে আজ বুধবার (১৯ ডিসেম্বর) হাটহাজারী সদরে গণসংযোগ করেন ব্যারিষ্টার সাকিলা ফারজানা।
ব্যারিষ্টার সাকিলা ফারজানা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র মুক্ত করতে মানুষ এবার ধানের শীষে ভোট দিবে। আওয়ামীলীগ নানাভাবে ষড়যন্ত্র করে ফাঁদ তৈরির চেষ্টা করবে, সে ফাঁদে কোন ভাবেই পা দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচন হলে সারাদেশে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি র্মিজা শহিদুল্লাহ বাবুল বিএনপি নেতা বিএনপি আবুল হুসেন চেয়ারম্যান, ফোরকান চেয়ারম্যান, আকবর চেয়ারম্যান, আবদুল্লা আল হারুন সভাপতি বায়েজিদ থানা,মানু, নাজিম উদ্দীন, আলমগীর ,উঃজেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল লিয়াকত আলী হাটহাজারী থানার সভাপতি সাহেদ আজম,সোহেল রানা,আরিফুর রহমান,এনাম, গিয়াস, রবী, সেলিম, আজিম, আজম, জাহাঙ্গীর,লিটন, কামাল, এমদাত,তাজুল, দেলোয়ার,থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ রাসেদ, থানা ছাত্রদলের সভাপতি সোলাইমান জাহেদ, জিসান, লিটন,জাবেদ, জিয়াউদ্দীন মনি, মামুন, ডিসান, পারভেজ মেহেদী,কিয়াস,সবুজ প্রমুখ।