কাপ্তাই প্রতিনিধি:
মঙ্গলবার দিবাগত রাতে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে কাপ্তাইয়ের স্বর্ণটিলা এলাকার মৃত অাব্দুস সাত্তারের ছেলে অাব্দুল হালিম (৪০) নামক এক জেলে নিখোঁজ হয়েছে।
আজ বুধবার সকালে (১৯ ডিসেম্বর) ঘটনাটি জানাজানি হলে বাংলাদেশ নৌ -বাহিনীর একটি ডুবুরি দল ওইদিন সকাল ১০টা থেকে অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। এই রিপোর্ট লিখা পর্যন্ত নৌবাহিনীর ডুবুরি দল, বাংলাদেশ সেনাবাহিনীর ৫ অারই ব্যাটেলিয়নের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রখেছে বলে নিশ্চিত করেছে কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ। তিনি জানান, অামরা ঘটনাস্থল রাইংখ্যংমুখ এলাকায় আছি। তবে এখনো নিখোঁজের সন্ধান মিলেনি।