চট্টগ্রামে চাঁদনী খাতুন নামে এক পোশাককর্মী ছুরিকাঘাতে খুন হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর বন্দর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁদনীর গ্রামের বাড়ি খুলনার দাকোপ এলাকার খাজুরিয়া এলাকায়। নগরীর ইপিজেড এলাকায় পোশাক কারখানা এভারটোব বাংলাদেশ লিমিটেডে কাজ করতেন তিনি।
বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, বিকেলে চাকরি থেকে ফেরার পথে এক নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই নারীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।