মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক চলছে

মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠক শুরু হয়েছে।

শনিবার(৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে যোগ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া এবং শীর্ষপর্যায়ের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা।

গত ২ এপ্রিল হোয়াইট হাউসে স্থানীয় সময় বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক ধার‌্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৩৭ শতাংশ, যা এত দিন গড়ে ১৫ শতাংশ ছিল।

এই শুল্ক আরোপে হোয়াইট হাউসের সরল হিসাব হলো- যে দেশ মার্কিন পণ্যের ওপর যত শুল্ক নেয়, এখন থেকে সেই দেশের পণ্যের ওপর তার অর্ধেক শুল্ক নেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে আমদানি করা মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক ধার্য রয়েছে, সেই হিসাবে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নেবে দেশটি।