আব্দুল্লাহ আল নোমান মাটি ও মানুষের নেতা ছিলেন : শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “জাতীয় নেতা আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন, তিনি মাটি ও মানুষের নেতা ছিলেন। কৃষক, শ্রমিক এবং সর্বস্তরের মানুষের প্রাণস্পন্দন ছিলেন তিনি। একজন সিনিয়র সংগঠক হিসেবে তার মতো নেতাকে চট্টগ্রামে খুঁজে পাওয়া কঠিন। আমরা তার জনবান্ধব সাংগঠনিক প্রক্রিয়া ও আদর্শ অনুসরণ করি।”

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নগরের কিং অফ চিটাগাং কমিউনিটি সেন্টারে আয়োজিত মরহুম আব্দুল্লাহ আল নোমানের জেয়াফত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি।

শাহজাহান চৌধুরী বলেন, “চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আব্দুল্লাহ আল নোমানের অবদান চট্টগ্রামের মানুষ কখনো ভুলবে না। তিনি চট্টগ্রামকে হৃদয়ে ধারণ করতেন এবং চট্টগ্রামের সংস্কৃতিকে লালন করতেন। তিনি চাটগাঁইয়া ভাষায় কথা বলতে ভালোবাসতেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম আব্দুল্লাহ আল নোমানের সুযোগ্য পুত্র সাঈদ আল নোমান তূর্য। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, কর্মপরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান, নগর শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, বিএনপি নেতা আজম উদ্দীন, শায়েস্তা খান, সাংবাদিক নেতা বিএম ইমরান, শ্রমিক নেতা আবুল বাশার ভূঁইয়া, শহিদুল্লাহ তালুকদার, আনিছুর রহমান চৌধুরী প্রমুখ।