‘তারুণ্যের ভোট, ত্যাগের প্রতীক মোমবাতিতে হোক’

“তারুণ্যের ভোট, ত্যাগের প্রতীক মোমবাতিতে হোক” স্লোগান নিয়ে চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৮ দিনব্যাপি নির্বাচনী ক্যাম্পেইন শুরু। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ফ্রন্ট মহাসচিব জননেতা মাওলানা এম এ মতিনের মোমবাতি প্রতীকের সমর্থনে আজ ১৯ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়ন শাখার ইউনিয়নের পাঁচরিয়া ও চরকানাই গ্রামে গণসংযোগ, মোমবাতির প্রচারপত্র বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা শাহজাদা নিজামুল করিম সুজনের নেতৃত্ব এতে উপস্থিত মাস্টার মোহাম্মদ নাজিম উদ্দীন, সৈয়দ মুহাম্মদ আবুল কালাম, যুবনেতা রউফুর রহমান আজাদ, ছাত্রসেনার সেক্রেটারি মোঃ মিজানুর রহমান রফিকুল ইসলাম, করিম উদ্দীন, শফিকুল ইসলাম, আজিম, রহিম , শরীফ, নাজিম প্রমুখ।

পথসভায় ছাত্রনেতা নিজামুল করিম সুজন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সূফিবাদি সুন্নী জনতার জন্য অগ্নি পরীক্ষা। এ পরীক্ষায় আমাদের বিজয়ী হতে হবে। তাই সূফিবাদি জনতার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী জননেতা এম এ মতিনকে মোমবাতি প্রতীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ইসলামী ফ্রন্টের ভ্যানগার্ড হিসেবে জাতীয় নির্বাচনে ছাত্রসেনাকে চৌকস ভূমিকা রাখতে হবে। এজন্য প্রয়োজন নৈতিক আদর্শ সম্পন্ন ত্যাগী নেতা-কর্মী। নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে সব কর্মকা-ে সম্পৃক্ত থাকার জন্য তিনি ছাত্রসেনার তৃণমূল নেতৃৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন। স্থানিয় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, সৎ, যোগ্য প্রার্থী বেছে নিন। নিজেদের ভাগ্য নিজেরা গড়–ন।