‘ভোট ডাকাতি প্রতিহত করবে সাধারণ জনগণ’

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মান্নান বলেছেন, ভোট নাগরিক অধিকার। জনগণের এ অধিকার বার বার হরণ করা হচ্ছে। পেশীশক্তি ও সন্ত্রাসী দিয়ে ভোট কেন্দ্র দখল করে, জ্বালাও-পোড়াও করে বার বার গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এখন সাধারণ জনগণ সচেতন। যারা ভোটকেন্দ্র দখল করার জন্য দিবা স্বপ্ন দেখছেন তাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ভোট ডাকাতদের প্রতিহত করতে সাধারণ জনগণের সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতাকর্মীদের প্রস্তত রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়ে এম এ মান্নান বলেন, ইসলামী ফ্রন্ট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে পটিয়া আসনে বিপুল ভোটে বিজয়ী হবে।

আজ ১৮ ডিসেম্বর মঙ্গলবার বিকালে পটিয়া অস্থায়ী কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা এম এ মতিনের সমর্থনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পূর্ব ও পৌরসভা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মান্নান এসব কথা বলেন। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব মজলুম জননেতা কাজী সোলায়মান চৌধুরী, জেলা সহ-সভাপতি মাওলানা এম এ মাবুদ, সাংগঠনিক সম্পাদক জননেতা আলী হোসাইন, মাষ্টার আলী খাঁন, নজির আহম্মদ, কাজী আবু বক্কর, কমরুদ্দীন, আবুল কালাম লিটন, এনামুল হক, দিদার কাদেরী, শাহাদাৎ হোসাইন, কাজী ইকবাল, শাকিল উদ্দিন, রফিকুল আলম ওসমানী, জোবাইরুল হক, নূরের রহমান রণি, জমির উদ্দিন, গোলাম সরওয়ার, নজরুল ইসলাম শওকত প্রমুখ।