ঈদগাঁও-ইসলামপুর সড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও-ইসলামপুরে যাত্রীবাহী দুই বাস খাদে পড়ে আনুমানিক ২০ যাত্রী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর ) দুপুর ৩ টার দিকে ইসলামপুর ইউনিয়নের পুর্ব নাপিতখালী ভিলেজার পাড়া সড়কের সামনে এ ঘটনাটি ঘটে । আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হাইওয়ে ও ঈদগাঁও পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, চট্টগ্রামমুখি একটি হানিফ পরিবহনের বাস যার নং ঢাকামেট্রো ব-১১-০৯৭২ এ স্থানে পৌছলে কক্সবাজারমুখি সোহাগ পরিবহনের অপর একটি বাস যার নং ঢাকামেট্রো ব-১১-১১২৭ গাড়ীটি অন্য একটি মোটর বাইককে ওভারটেক করতে গিয়ে মুখামুখি সংঘর্ষ লেগে সজোরে ধাক্কা খেয়ে আরকান সড়ক থেকে খাদে পড়ে যায়। এসময় উভয় গাড়ীর আনুমানিক ২০/২৫ জন যাত্রী কমবেশি আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সনজিত চন্দ্র নাথ, এএসআই লিটনুর রহমান জয় ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন নেতৃত্বে আরো একদল পুলিশ এসে দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি ফাঁড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ী দুটি তাদের হেফাজতে রাখা হয়েছে। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।