কথা ৭১ এর উদ্যোগে বৈশাখী উৎসব,সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা গদ ১৯ এপ্রিল (শনিবার) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কথা ৭১ এর উপদেষ্ঠা এড. শিপুল কুমার নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়াইজ।
এতে উদ্ভোধক ছিলেন কথা ৭১ এর উপদেষ্ঠা স্নিগ্ধ আচার্য্য। এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সঞ্চায়ন নাথ, কাঞ্চন দে, পার্থ প্রতীম, কল্যাণ রায়, স্মরণ সাহা, নাট্যভিনেতা এস.বি.রায়, এস.এম.সরওয়ার। স্বাগত বক্তব্য রাখেন কথা ৭১ এর চেয়ারম্যান সজল কুমার নাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পপি দে। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমা, নিতা, দুর্জয় ও জয়ন্তী।
২য় পর্বে সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা দলীয় সংগীত, নৃত্য, একক সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন। সভার শুরুতে দলীয় সঙ্গীত পরিবেশন করেন কথা ৭১ এর সদস্যবৃন্দ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে পরিশুদ্ধ বাঙালী সংস্কৃতির লালন, পালন ও বাস্তবায়নে কথা ৭১ অর্ধযুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিশু কিশোরদের মেধার সুপ্ত প্রতিভা বিকাশে কথা ৭১ এর বাঙালী সাংস্কৃতিক চর্চা সত্যিই প্রশংসার দাবিদর। শিশুকিশোরদের সুশিক্ষার পাশাপাশি সহ শিক্ষাকার্যক্রম হিসেবে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভুমিকা পালন করে। তিনি শিশু কিশোরদের অতিরিক্ত মোবাইল আসক্তি বের হয়ে আসার পথ হিসেবে বেশি সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ হওয়ার আহবান জানান। সভা শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।