কক্সবাজার টেকনাফ পৌরসভার ইসলামাবাদ গ্রামের একটি বাড়ির ছাদের লাকড়ির ঝোপের ভেতর থেকে তিনটি মেছো বাঘের শাবক উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধার করা শাবক গুলো বর্তমানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয় হেফাজতে রয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ।
বনবিভাগ সূত্র জানায়, শনিবার(১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আব্দুস সালামের বাড়ির ছাদের লাকড়ির ঝোপের ভেতরে মেছো বাঘের বাচ্চা দেখতে পেয়ে বনবিভাগে খবর দেয়। পরে রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে শাবক গুলো উদ্ধার করা হয়।
বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, খাবার হিসেবে দুই কেজি মুরগি ও কিছু মাছ দেওয়া হয়েছে। উদ্ধার করা তিনটি শাবক বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে।
রোববার(২ ফেব্রুয়ারি) দুপুরে শাবকগুলো বনে অবমুক্ত করা হবে।