‘বাঁশখালীর মানুষ এবার পরিবর্তন চায়’

চট্টগ্রাম ১৬ আসনে (বাশঁখালী) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, বাঁশখালীর সাংসদ থাকাকালীন যে উন্নয়নের ছোঁয়া লেগেছিল, তা এখনো দৃশ্যমান। আমার পরবর্তী সময়ে যারা সাংসদ হয়েছেন, তারা শুধু আমার উন্নয়নের উপর ঘষামাজা করেছে। উন্নয়নের বরাদ্দে হরিলুট আর ভাগ ভাটোয়ারা ছাড়া কাংখিত উন্নয়নের ছোঁয়া পায়নি বাশঁখালীবাসী। তাই,উন্নয়নের যুগে ফিরে যেতে এবার পরিবর্তন চায় তারা।

১৭ ডিসেম্বর সোমবার বাশঁখালী বাহারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে রেজাউল করিম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, বাঁশখালীর তরুন সমাজের বেকারত্ব দূরীকরনে আগের মত অনেক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এবার নির্বাচিত হলে তা বাস্তবায়ন করা হবে। অতীতে যেভাবে বেকার, যুবক-যুবতী, তরুন সমাজের কর্মসংস্থান সৃষ্টি করেছিলাম। এবারও তার ব্যতিক্রম ঘটবেনা। তিনি আগামী ৩০ ডিসেম্বর সবাইকে উন্নয়নের মার্কা লাঙ্গলে ভোট দেওয়ার আহবান জানান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ চৌধুরী, আবু ছিদ্দিক, জাতীয় পার্টি নেতা জসিম উদ্দিন, এডভোকেট সিরাজ তালুকদার, মাহবুবুর রহমান, আবদুল মান্নান প্রমুখ।
ছবির ক্যাপশন: বাশঁখালী বাহারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মাহমুদুল ইসলাম চৌধুরী।