‘গোলাপ’ হয়ে আসছেন নিরব

বছরের শুরুতেই নতুন সুখবর দিলেন চিত্রনায়ক নিরব হোসেন। জানালেন, নতুন সিনেমার খবর। প্রকাশ করলেন নতুন সিনেমার ফার্স্টলুক।

রোববার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টার শেয়ার করে সিনেমার ঘোষণা দেন নিরব।

ফার্স্ট লুক পোস্টারে দেখা যাচ্ছে, সিনেমাটির নাম ‘গোলাপ’। সে সিনেমায় বন্দুক হাতে রক্তাক্ত নিরব। তার গলায় রক্তের দাগ লেগে আছে। মনে ক্ষোভ আর চোখে-মুখে ফুটে উঠেছে রাগের ছাপ!

অনিক বিশ্বাসের চিত্রনাট্যে সিনেমাটি পরিাচলনা করবেন সামসুল হুদা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যানাউন্সমেন্ট পোস্টার শেয়ার করে পরিচালক জানিয়েছিলেন, ‘লোকে কী ভাববে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা!’
ফুলের নামে সিনেমা হওয়ায় এর পোস্টারে ‘পুষ্পা’ ছবির কিছুটা আবহ পাওয়া গেছে। তাহলে কি ভারতীয় পুষ্পার আদলে নির্মিত হচ্ছে সিনেমাটি, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেক দর্শকের।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। কোনো সিনেমার অনুকরণে নয়। মৌলিক গল্পের সিনেমা হবে এটি।
চলচ্চিত্রটি নিয়ে পরিচালক বলেন, ‘সিনেমা বানানোর স্বপ্ন ছিল। অবশেষে সেটাও পূরণ হতে যাচ্ছে। একদম পরিপক্ব হয়ে তবেই সিনেমার জন্য নেমেছি।’

নতুন ছবি প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, ‘সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। ভালো লাগবে সবার।’
আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। চলতি বছরের ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক।