মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ের বাংলাদেশ সুইলডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম পর্বে (১ম ও ২য় শিফট) নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ রবিবার (১৯ জানুয়ারি) ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত হয়।
বিএসপিআইর অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। বিএসপিআই আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করা এবং মাদক থেকে বিরত থাকার উপর গুরুত্বারোপ করেন। এসময় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয় এবং অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের স্ব-স্ব ডিপার্টমেন্ট ঘুরে দেখানো হয়।