১৭ ডিসেম্বর, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া সাতকানিয়া) আসনে ২০ দলীয় জোটপ্রার্থী আ.ন.ম শামসুল ইসলাম এর ধানের শীষের প্রতীকের পক্ষে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন।
গণসংযোগে নেতৃবৃন্দ বলেন, অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে নৌকা প্রার্থী বিজয়ের স্বপ্ন দেখছে। জনগণ কখনো গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিবাদকে ভোট দিতে পারে না। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে আওয়ামী সরকারকে উৎখাত করতে ধানের শীষে ভোট দেয়া অপরিহার্য হয়ে পড়েছে। নেতৃবৃন্দ দেশ বাঁচাতে এবং দেশের গণতন্ত্র রক্ষায় ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আ.ন.ম শামসুল ইসলামকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।