টানা তৃতীয় জয়ে সেরা দুইয়ে চিটাগং কিংস

চিটাগং কিংসের জয়রথ ছুটছেই। বিপিএলে হার দিয়ে শুরু করা মোহাম্মদ মিঠুনের দল টানা তৃতীয় ম্যাচে তুলে নিয়েছে জয়। স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়ে পয়েন্ট তালিকারও সেরা দুইয়ে উঠে এসেছে চিটাগং।

ব্যাটাররাই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন চিটাগংয়ের। সিলেট স্ট্রাইকার্সের সামনে তারা দাঁড় করান ২০৪ রানের বড় লক্ষ্য। এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের সম্ভাবনাও তৈরি করতে পারেননি স্বাগতিকরা। ৮ উইকেটে ১৭৩ রানে থেমেছে সিলেটের ইনিংস।

রান তাড়ায় কখনই লড়াইয়ে ছিল না সিলেট। শেষদিকে জাকের আলী ২৩ বলে ৩ চার আর ৪ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন। মাঝে ৩৭ বলে ৫২ করে জর্জ মুনসে। দুর্দান্ত ছন্দে থাকা জাকির হাসান আজ ১৯ বলে করেন ২৫।

চিটাগংয়ের মোহাম্মদ ওয়াসিম ২৫ রানে ৩টি আর আলিস আল হাসান ৩৬ রান খরচায় নেন ২টি উইকেট।

এর আগে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বোলারদের তুলোধুনো করে আগে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চিটাগং কিংস।

ফিফটি হাঁকিয়েছেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। শেষ দিকে ১৮ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ২০০ পার করতে বড় অবদান রাখেন হায়দার আলী। জিততে হলে সিলেটকে করতে হবে ২০৪ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমনের দ্রুত বিদায়ের পর (১০ বলে ৭) দ্বিতীয় উইকেটে ৬৮ রানের (৩৯ বলে) জুটি করেন উসমান ও গ্রাহাম।

৩৫ বলে ৫৩ রান করেন উসমান। ৩৩ বলে ৬০ রান করেন গ্রাহাম। ১৯ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। শেষ দিকে ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করে দলীয় সংগ্রহ ২০৩ এ নিয়ে যান হায়দার আলী।