‘প্রবাসী বাংলাদেশীদের অধিকার রক্ষায় রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে’

চট্টগ্রামের বিশিষ্ট সংগঠক ও কলামিস্ট বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল কে সংবর্ধনা দিয়েছেন, সৌদি প্রবাসী ব্যবসায়ী ও বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি সৌদি আরব শাখা।

শুক্রবার(১১ জানুয়ারি) রাতে মক্কা গরীর একটি হোটেলে অনুষ্ঠিত প্রবাসীদের সাথে মত বিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় রেমিটেন্স যোদ্ধারা যে অবদান রাখছেন তার জন্য প্রবাসী বাংলাদেশীদের অধিকার রক্ষায় রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।

বিমানবন্দরে প্রবাসীর উপর হামলা আমাদের জন্য লজ্জাজনক ও বিব্রতকর। এ ধরনের ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল’র সৌদি আরব আগমন উপলক্ষে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের উদ্যোগে ডিনার নাইট ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি করেন, বিশিষ্ট কলামিস্ট ও রেমিট্যান্স যোদ্ধা সংগঠক নাছির খান চৌধুরী।

সাংবাদিক ও সংগঠক তারেক আজিজ এর সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান বক্তা ছিলেন, ব্যবসায়ী ও রাজনীতিবীদ রাশেদুল আমিন চৌধুরী।

বক্তব্য রাখেন, তরুণ ব্যবসায়ী ও সংগঠক মো: নাছির উদ্দীন, সাবেক ছাত্রনেতা মো: ইকবাল,এটিএন বাংলা টিভি সৌদি আরব প্রতিনিধি সাজেদুল ইসলাম সাজিদ,ব্যবসায়ী মো: নুরুল ইসলাম, আব্দুল রাজ্জাক। উপস্থিত ছিলেন পবিত্র ওমরাহ পালন করতে আসা আমির উদ্দিন, মক্কা তরুণ রেমিট্যান্স যোদ্ধা রায়হান,জিয়া উদ্দিন চৌধুরী, রিদুওয়ানুল হক আজিজ, মো: বেলাল,মো: আসিফ,মো: সাজ্জাদ সানি,মো: করিম সহ প্রমুখ।

সৌদি আরবের প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ডিলার নাইট ও মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখছেন, কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।