মিরসরাইয়ে সাংবাদিক নিজাম উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে প্রেসক্লাব কার্যলয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সাংবাদিকদের সংগঠন মিরসরাই প্রেসক্লাব।

দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলার মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নিজামুল হক সাদেকী। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলম, সহ সভাপতি সাইফুল হক সিরাজী, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য জাবেদ ভূঁইয়া, শিহাব উদ্দিন প্রমুখ।

মৃত্যুবার্ষিকীতে এ প্রথিতযশা সাংবাদিককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তার শুভানুধ্যায়ীরা। মফস্বলের প্রবীণ এ সাংবাদিক ১৯৬১ সালে জন্ম গ্রহণ করেন মিরসরাই পৌরসভার নাজিরপাড়া গ্রামের মোজাফ্ফর আহম্মদ সওদাগর বাড়িতে। সাংবাদিক হিসেবে সুদীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে তার। সাংবাদিকতা জীবনে তিনি অসংখ্য ইতিবাচক ও অনুসন্ধানী প্রতিবেদন লিখে প্রসংশিত হয়েছেন। মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন ১৯৯৫ সালের নভেম্বর মাসে তিনি সরকারি ডিক্লারেশন নিয়ে প্রকাশ করেন মিরসরাই অঞ্চলের প্রথম এবং চট্টগ্রাম অঞ্চলের (উপজেলা পর্যায়) দ্বিতীয় সংবাদপত্র ‘মাসিক মীরসরাই’। এরপরে ২০০৪ সালের ৭ই মার্চ সরকারি ডিক্লারেশন নিয়ে চট্টগ্রাম থেকে প্রকাশ করেন সাপ্তাহিক বন্দর নগরী। এ সংবাদ পত্র এখনো প্রকাশনা হচ্ছে। যার মধ্য দিয়ে মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন অসংখ্য সংবাদকর্মী সৃষ্টি করতে সমর্থ হন। যাদের অনেকেই আজ দেশের প্রথম সারির সংবাদপত্রে কর্মরত রয়েছেন।