কাপ্তাইয়ে আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)।
রাঙামাটি আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের বাস্তবায়নে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে কাপ্তাই উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরীতে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। সভায় সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মোঃ খাইরুল আলম, সিভিক বা নাগরিক প্লাটফর্মের জেলা সদস্য সাংবাদিক অর্ণব মল্লিক, আশিকা ডেভেলপমেন্ট ফিল্ড অফিসার রীতা চাকমা, ফিল্ড এসোসিয়েটস তুখেন চাকমা সহ কাপ্তাই ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কাপ্তাইয়ের ইয়ুথ গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন এবং নাগরিক অধিকার, জাতীয় যুব নীতির মিশন ও ভিশন নিয়ে আলোচনা করা হয়।