ডা. শাহাদাতের পরিবারকে পুলিশি হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও নগর বিএনপির সভাপতি কারাবন্দি ডা. শাহাদাত হোসেনের বাসায় পুলিশ তল্লাশির নামে পরিবারের সদস্যদের হয়রানি করার অভিযোগ করেছেন তাঁর মা শায়স্তা খানম।

আজ সোমবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরের বাদশা মিয়া সড়কে শাহাদাতের বাসায় এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

শায়স্তা খানম বলেন, গতকাল রোববার রাত তিনটার দিকে একাধিকবার কলিং বেল দেয়। বাসার কাজের লোক গিয়ে ডোর ভিউ দিয়ে দেখেন বেশ কয়েকজন লোক দাঁড়ানো। পরে তারা আমাকে এসে বিষয়টি বললে, আমি জিজ্ঞেস করি আপনারা কারা? তখন তারা পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন।

তিনি বলেন, এসময় পুলিশ সদস্যরা বাসা তল্লাশি করেন। আমি তাদের প্রশ্ন করি, শাহাদাত-তো কারাগারে তারপরও আপনারা বাসায় কেন?

শায়স্তা খানম শাহাদাতের প্রচারণায় হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) নোবেল চাকমা বলেন, আমার টিমের মধ্যে কেউ ডা. শাহাদাতের বাসায় যায়নি।