পাহাড়তলী থানার অস্ত্র মামলায় এক আসামীকে ১৭ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার অস্ত্র মামলায় এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সেন্টু মিয়া, কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাসেল্লা তারা মিয়া বাড়ির মৃত বেনু মিয়ার ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ গণমাধ্যমকে বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. সেন্টু মিয়াকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

উভয় কারাদণ্ড একসঙ্গে চলবে। আসামি পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালে ১৪ সেপ্টেম্বর তৎকালীন পাহাড়তলী থানার উত্তর কাট্টলী সিটি গেইট চেকপোস্ট থেকে আসামি মো. সেন্টু মিয়ার হেফাজত থেকে একটি এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তৎকালীন পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর নবী বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দিলে ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।