বায়েজিদ চট্টগ্রাম মডেল মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরী বলেন, মুসলিম জনগোষ্ঠী আজ নানা মতবাদে বিভক্ত হয়ে পড়েছে। ভ্রান্ত ধারণা ও মনগড়া মতবাদের বেড়াজালে আবদ্ধ হয়ে সাধারণ মুসলমানদের মধ্যে ফিৎনা ফ্যাসাদ সৃষ্টি করছে। এমতবস্থায় ইসলামের মূল দর্শন সুফিবাদের আদর্শে বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথে মতে অটল ও অবিচল থেকে নিজেদের একজন সত্যিকার মুসলমান হিসাবে তৈরি করতে হবে।
নগরীর বায়েজিদ অক্সিজেন মাইজপাড়াস্থ চট্টগ্রাম মডেল মাদরাসার আয়োজনে ৬ জানুয়ারী সোমবার সকালে মাদ্রাসার হল রুমে বই বিতরণ, সবক প্রদান, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাদরাসা পরিচালনা পরিষদের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নুরীর (মু.জি.আ) সভাপতিত্বে মাদরাসার পরিচালক মুহাম্মদ আবদুর রাজ্জাক ও মাদরাসার প্রধান এইচ.এম হেলালের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন হাশেমীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত কাযী আবুল ইরফান হাশেমী (মু.জি.আ)। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্নী নুরানী বোর্ডের চেয়ারম্যান ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রজভী (মু.জি.আ)।
মুখ্য আলোচক ছিলেন আল-আমিন বারিয়া মডেল কামিল মাদরাসার শাইখুল হাদিস পীরে তরিক্বত কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মু.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন রহিমিয়া হাশেমিয়া দরবারের সাজ্জাদানশীন পীরে তরিক্বত কাযী মোদাচ্ছের হাসেমী, নারায়ণহাট ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান এম হারুনুর রশিদ, আল্লামা নুরী মেধা বৃত্তি পরিচালনা বোর্ডের সচিব মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন নুরী, ফটিকছড়ি সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ করিম মিয়া, ব্যবসায়ী সেলিম জাহাঙ্গীর, রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সচিব হাফেজ আবু ছালেহ মুহাম্মদ ছফওয়ান নুরী, চট্টগ্রাম মহনগর সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার রেযা, ব্যবসায়ী মুহাম্মদ শামসুল আলম, ব্যবসায়ী মুহাম্মদ করিম। বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ ইয়াছিন, মাওলানা মুহাম্মদ মনির, মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ ফয়সাল, হাফেজ মুহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ সাঈদ, মুহাম্মদ রিয়াদ, মনি আক্তার প্রমুখ।