ঈদগাঁওয়ে পাচারকালে ট্রাক ভর্তি গর্জন গাছসহ আটক ১

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মহাসড়কের নতুন অফিস বাজার এলাকা থেকে ট্রাক ভর্তি প্রায় ২৪১ ঘনফুট গর্জন গাছসহ এক ব্যক্তিকে আটক করে আদালতে পাটিয়েছে বনবিভাগ।

গতকাল রবিবার(৫ জানুয়ারি) ঈদগাঁও উপজেলার ইসলামপুর নতুন অফিস এলাকা থেকে ট্রাক-ভর্তি ঐ গাছগুলো উদ্ধার করে ফুলছড়ি রেঞ্জ হেফাজতে নেয়া হয়েছে। এসময় জব্দ করা হয় পাচারকাজে জড়িত ট্রাক গাড়ি।

এ ঘটনায় ফুলছড়ি বনবিট কর্মকর্তা বাদী হয়ে সাইদুর রহমানকে আসামী করে মামলা দায়ের করেন।

সাইদুর রহমান পাশ্ববর্তী রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের আশকরখীল গ্রামের মোঃ ইউনুসের পুত্র বলে জানিয়েছেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফজলুর কাদের চৌধুরী।

তিনি জানান, গোপনে কক্সবাজার মহাসড়ক দিয়ে একটি গাছ ভর্তি ট্রাক চকরিয়ার দিকে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে ফুলছড়ি রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) শীতল পালের নির্দেশনায় বন বিভাগের এক দল সদস্য মহাসড়কে অবস্থান নেয়। পরে ধাওয়া করে গাড়িটা জব্দ করে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ রাশিক আহসান বলেন, ট্রাক ভর্তি গাছ জব্দ করে রেঞ্জে আনা হয়েছে। ধারনা করা হচ্ছে, এসব গাছ কক্সবাজার উত্তর বা দক্ষিণ বন বিভাগের কোন এক স্থান থেকে কাটা হয়েছে। কারা জড়িত খোঁজ নেয়া হচ্ছে।