‘গ্রাম ডাক্তাররা গ্রামের মানুষের অতন্দ্র পহরী ও পরমবন্ধু’

পটিয়ায় গ্রাম ডাক্তার ও পল্লী চিকিৎসক ঐক্য কল্যাণ সোসাইটির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি: সোমবার পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার ও পল্লী চিকিৎসক ঐক্য কল্যাণ সোসাইটির উদ্যোগে প্রতিনিধি সভা পটিয়া পৌরসদরের আনন্দ নগর কমিনিউটি সেন্টারে ডা: রফিক আহম্মদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সনজয় সেন এর পরিচালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া আসনের আওয়ামীলীগ মনোনীত সাংসদ সদস্য প্রার্থী সামশুল হক চৌধুরী এমপি। আরো বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ,ডা: খোরশেদ আলম,ডা: রৌশন আলী,ডা: মীর আরিফুল ইসলাম,ডা: রাজীব দাশ,ডা: অনিল কুমার বিশ^াস, ডা: কমল বৈদ্য,ডা: হেলাল,ডা: এরশাদ,ডা: রফিকুল আলম,ডা: জয়ন্ত,ডা: অরুণ কান্তি শীল,ডা: শাহেদ, ডা: টুটুন দাশ,আওয়ামীলীগ নেতা আহম্মদ নুর, কাজী আব্দুল কাদের,ডা: মো: আলী,ডা: নাসির উদ্দিন,ডা: সজল তালুকদার,ডা:অধীর চক্রবর্তী,ডা: তোফায়েল, ডা: মিশন ভট্টচার্য, ডা: অজিত দেবনাথ,ডা: রুপক নন্দী,ডা: উৎফল চৌধুরী, ডা: বাবলু দত্ত,ডা: আজমগীর। প্রধান অতিথি সামশুল হক চৌধুরী বলেন, গ্রাম ডাক্তারা হচ্ছেন গ্রামের মানুষদের অতন্দ্র পহরী এবং গরীবের চিকিৎসক তারা গ্রামে গরীব মানুষদের পরমবন্ধু এবং ভালো পরামর্শক ও বটে। আজ বড় বড় ডাক্তারা গ্রামে যেতে চাই না কিন্তু গ্রামের মানুষদের ২৪ ঘন্টা পাহারা দেওয়ার মত চিকিৎসা সেবা দিচ্ছে গ্রামের জনসাধারন সেবা পাচ্ছে। এছাড়া পটিয়া ২২ টি ইউনিয়নের সকল গ্রাম ডাক্তার ও পল্লী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।