খাগড়াছড়িতে বন্যপ্রাণী তক্ষক পাচারকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে বন বিভাগ।
শনিবার(৪ জানুয়ারি) বিকেল ৪টায় মামলা শেষে আটককৃতদের আদালতে হাজির করে পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল শুক্রবার(৩ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকা থেকে পুলিশের সহায়তায় তক্ষকসহ তিনজনকে আটক করা হয়। পাচারে জড়িত থাকার অপরাধে মো. সালাউদ্দিন, মো. তৌহিদ ও এস এম রফিকুল ইসলামকে আদালতে তোলা হয়।
খাগড়াছড়ি সদর রেঞ্জার মোশারফ হোসেন বলেন, ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’