টেকনাফে ৬ হাজার পিস ইয়াবাসহ মায়ানমার নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তির নাম মো. সামছুল আলম (২০)। তিনি মিয়ানমারের মংডু শহরের পেরামপুর এলাকার মৃত কালাই সোনার ছেলে।

তিনি জানান, শুক্রবার ভোরে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-৭ থেকে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পূর্বে বরফকল নামক স্থানে নৌ টহলের সময় এক ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বরফকল এলাকার দিকে আসতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি টহলদল তাকে আটক করে।

পরে আটক ব্যক্তির হাতে থাকা পোটলা তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল ফোনসহ আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।