পটিয়ার বিএনপির নেতাকর্মীরা স্মৃতিসৌধে শপথ নিলেন

পটিয়া প্রতিনিধি॥

বিজয় দিবসে শহীদদের প্রতি ফুল শ্রদ্ধা জানালেন পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্রে পাহারা বসানোর শপথ নেয় নেতাকর্মীরা। এসময় উপস্থিত নেতাকর্মীদের হাত তুলে শপথ বাক্য পাঠ করান পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম। উপস্থিত নেতাকর্মীরা এসময় হাত তুলে আগামী ৩০ ডিসেম্বর স্ব স্ব কেন্দ্রে ভোট প্রদান করার পর ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেয়ার শপথ বাক্য পাঠ করানো হয়।
পরে স্মৃতিসৌধে দাঁড়িয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থী এনামুল হক এনাম। এসময় তিনি বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রার্থীরা দিনরাত স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে। প্রক্ষান্তরে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে রাতের আধারে তল্লাশি ও হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী তাদের উচিত হবে কোন বিশেষ ব্যক্তি বা দলের পক্ষাবলম্বন না করে নিরপক্ষভাবে কাজ করা। আগামী ৩০ ডিসেম্বর স্বাধীন ও নিরপক্ষভাবে ভোট দিতে জনগণ উম্মূখ হয়ে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি ও ঐক্যফ্রন্ট কাজ করছে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ও আশপাশের মা বোনদের ভোট দিতে উদ্ভুদ্ব করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা নুরুল ইসলাম, জেলা বিএনপি নেতা মোজাম্মেল হক, জেলা যুবলদল নেতা মোঃ শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আয়ুব আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।