মোহাম্মদ আলী রশীদ, আমিরাত প্রতিনিধি: বুধবার ১লা জানুয়ারি ২০২৫ আমিরাতের রাজধানী আবুধাবি গাউসিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর মোছাফাহ্ শাখার উদ্যোগে দাওয়াতী সফর আনন্দ ভ্রমণ ২০২৫ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আবিধাবী খলিফা পার্কে অত্যন্ত যাক জমক ভাবে অনুষ্ঠিত হয়, ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ UAE কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব সাহেব বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোছাফ্ফাহ শাখার উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ জানে আলম সাহেব,
মৌলানা মুহাম্মদ আবদুল কাদের,আলহাজ্ব নুরুল, আলম,আলহাজ্ব নুরুল হুদা,আলহাজ্ব নুরুল আলম হাফেজ মৌলানা সিরাজুল করিম,মোহাম্মদ আলম,মোহাম্মদ পারভেজ শুরুতে খতমে কোরআন তেলওয়াত করেন মৌলানা মুবিন,নাত পরিবেশনা করেন ইকবাল হোসেন হৃদয় দাওয়াতী সফরের উপর আলোচনা করেন মাওলানা আনসারি সাহেব,মৌলানা জাহেদ,বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বৃহত্তর মোছাফ্ফাহ শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার জিয়াউল হক,সহসভাপতি নুরুল আলম,মোঃ সেলিম,খোরশেদ চৌধুরী,আক্কাস,জাফর,যুগ্ম সম্পাদক জাহেদুল আলম,প্রবাসী সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল মান্নান,নিউজ চট্টগ্রাম ২৪.কম এর আমিরাত প্রতিনিধি মোহাম্মদ আলী রশীদ, সাংবাদিক মাহবব সরকার,
মুহাম্মদ মোরশেদ,মুহাম্মদ আবছার, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহেদ,মোহাম্মদ মামুন,কামাল,মোসলেম,নুরুল আলম,জিল্লু প্রচার সম্পাদক মোহাম্মদ জালাল,আসাদ,নুর হোসেন, আব্দুল্লাহ,শাহাবুদ্দিন,সাইফু মাবুদ,রিপন কাজেমি,মাহবুব,মহিউদ্দীন,নেজাম জামাল,রেজাউল,ফজলুল সাইফুল,ইয়াছিন,জিকু ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কেরাত, নাতে রাসুল (সাঃ) ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যে্হ্ন ভোজ,আলোচনা সভা,পুরস্কার বিতরন।,সংগঠনের কর্মী, সদস্য ও নেতৃবৃন্দ সহ প্রায় ৪ শতাধিক মেহমানের অংশগ্রহণে খলিফা পার্কটি প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।
এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।











