মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল আর নেই

শফিউল আলম, রাউজানঃ রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর মুয়াজিন বাড়ী নিবাসী শিক্ষাবিদ মরহুম হাফিজুর রহমান বিএ,বি টি র্৪থ পুত্র মুসলেহ উদ্দনি মুহাম্মদ বদরুল র্দীঘদীন অসুস্থ থাকার পর ২৯ ডিসেম্বর (রবিবার) ভোররাত ২টার সময়ে ইন্তেকাল করেন(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

কর্মজীবনে তিনি পদ্মা অয়লে কোম্পানি লিমিটেডের ম্যানজোর হিসাবে দায়িত্ব পালন করেন।

তাছাড়া, তিনি রাউজান মোহাম্মদপুর মুহউিল উলুম দাখলি মাদ্রাসার সাবকে সভাপতি ও মোহাম্মদপুর স্কুল এন্ড কলজে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরষিদ এর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২৯ ডিসেম্বর রবিবার বিকালে মোহাম্মদপুর মহিউল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয় পালন করছেনে।