সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আওতাধীন ৪নং ওয়ার্ড যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২৮ ডিসেম্বর(শনিবার) কালারমারছাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ক.ম আলমগীর ও সদস্য সচিব সেলিম মাহমুদ জীবনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি করা হয়েছে ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য মোহাম্মদ ইসমাইল ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। এছাড়াও কমিটির অন্যান্য পদে মোট ৫১জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইসমাইল জানান- ফ্যাসিবাদ সরকারের আমল থেকে জিয়ার আর্দশের সৈনিকেরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলেন তাদেরকে যুবদলের দায়িত্ব দেওয়ায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীদের সহযোগিতাসহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।
উল্লেখ্য গত ১৫ নভেম্বর সম্মেলন ও কাউন্সিল অধিবেশন মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ ইসমাইল ও মোস্তাফিজুর রহমান। পরে মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক চেয়ারম্যান সহ উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দেররা ৪নং ওয়ার্ড কমিটির পূর্নণাঙ্গ কমিটি আনুষ্ঠানিক ভাবে হাতে তুলে দেন।