‘উন্নত সমৃদ্ধ জাতি গঠনে দক্ষ জনশক্তি গড়ার বিকল্প নেই’

আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত ‘আল্লামা নূরী মেধা বৃত্তি পরীক্ষা’ ২৭ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা হতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বায়েজিদ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা উপজেলার প্রায় ২০টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, যে দেশের নাগরিক যত বেশি শিক্ষিত, সে দেশ তত বেশি উন্নত।

আমরা এখন শিক্ষার মূল সংজ্ঞা থেকে অনেক দূরে সরে এসে, একাডেমিক শিক্ষাকে মূল মনে করি। শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সঙ্গে সঙ্গে বাস্তবিক পর্যায়ের জ্ঞান আহরণ ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। শিক্ষাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বিশ্বায়নের যুগে উন্নত সমৃদ্ধশালী জাতি গঠনে দক্ষ ও প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠার কোনো বিকল্প নেই।

নেতৃবৃন্দ আরো বলেন, আলোকিত ও মূল্যেবোধ সম্পন্ন সুনাগরিক তৈরী করতে মেধা চর্চার গুরত্ব অপরিসীম। বিভিন্ন কেন্দ্রে বৃত্তি পরিচালনা বোর্ডের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, কো-চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব, জাহিদুল হাসান রুবায়েত, মুহাম্মদ মিয়া জুনায়েদ, আবুন নূর মুহাম্মদ হাস্সান নূরী, মাওলানা কুতুবউদ্দিন শাহ্ নূরী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা ওমর ফারুক আজমী, মাওলানা এনামুল হক এনাম, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা আব্দুল কাদের, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট সলিম উল্লাহ খাঁন, মুহাম্মদ আয়ুব তাহেরী, মাওলানা নাজিম উদ্দিন নূরী, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ তারেক আজিজ, আবু হানিফ রিপন, মাওলানা মুজিবল হক, মুসা সওদাগর, মাওলানা এহসানুল করিম, কাযী মুহাম্মদ রুকনুজ্জামান, মুহাম্মদ করিম মিয়া, আব্দুল হান্নান, মাওলানা আনোয়ার রেযা, মাষ্টার হারুন, সৈয়দ হোসাইন, সৈয়দ আসিফ, মুহাম্মদ নুরুল হুদা আক্কাস, মুহাম্মদ আমান উল্লাহ, নিজাম উদ্দিন চৌধুরী, জাকের সওদাগর, মুহাম্মদ কায়ছার, মাওলানা ওসমান, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আরফাত রেযা, মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ তৈয়ব নূরী, মুহাম্মদ হানিফ, জিয়া উদ্দিন বাবু, মুহাম্মদ নাসির, মুহাম্মদ বাদশাহ্, মুহাম্মদ জহুরুল কাদের, মুহাম্মদ ওসমান, মাষ্টার সেলিম প্রমুখ।