সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই: আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শৃঙ্খলাবোধ এবং মেধা বিকাশেরও অন্যতম মাধ্যম। তাই সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। আমরা যেন খেলার মাঠগুলোকে ধবংস না করি। যেসব এলাকায় খেলায় মাঠ নেই সেখানে মাঠ তৈরি করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আমরা আগামী দিনে সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো।

তিনি আরোও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ক্রীড়াক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে। আগামীতেও বিএনপি সরকার গঠন করলে আমাদের ছেলেমেয়েরা যেন খেলাধুলায় আরও বেশি দক্ষতা অর্জন করতে পারে সেই পদক্ষেপে কাজ করবে। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় প্রতিটি ক্ষেত্রে আমাদের তরুণ, যুব ও শিশু সমাজ সম্পৃক্ত হবে সে প্রত্যাশা করি।

২৭ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে বোয়ালখালী উপজেলার সরোয়াতলী পি.সি সেন উচ্চ বিদ্যালয় মাঠে আহল্লা গাজীর পাড়া ফুটবল একাদশ এর উদ্যোগে হযরত শাহ আলী বোগদাদী (রা:) অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, প্রধান বক্তার বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইসহাক চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জি. মো. ইকবাল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আজম খান, আমুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সিদ্দিক, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কফিল উদ্দিন, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. পেয়ারু, কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর চৌং। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিদুল আলম জিকু, জোবায়ের হোসেন রায়হান, কামাল হাসান রকি, জুনায়েদ তাহরিম প্রমুখ।