চট্টগ্রামের সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল খুলনায় উদ্ধার

প্রায় ৪৪ ঘন্টা নিরুদ্দেশ থাকার পর সন্ধান মিলেছে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম (২২) এর।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুর রহমান। তিনি জানান,’তথ্য প্রযুক্তির সহায়তায় নজরুল ইসলাম’কে উদ্ধার করা সম্ভব হয়েছে।এ মুহুর্তে তিনি খুলনা জেলার সোনাডাঙা থানায় পুলিশি হেফাজতে আছে।চট্টগ্রামে পৌছালে বিস্তারিত জানা যাবে।’

এর আগে শুক্রবার (২০শে ডিসেম্বর) রাত ৮.০০ নিজ বাসা থেকে বের হয়ে নিরুদ্দেশ হন নজরুল ইসলাম।পরবর্তীতে শনিবার রাতে তার পরিবারের সদস্যরা বায়েজিদ থানায় সাধারণ ডায়েরী করে।