পাহাড়ের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বর্ষ বরণ ও বর্ষ বিদায় (বৈসাবি) উপলক্ষে নির্ধারিত এসএসসি পরীক্ষা বাতিল ও সরকারি ছুটির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার (২২ ডিসেম্বর) সকালে খাগড়াছড়িতে আদিবাসী শিক্ষার্থীদের ব্যানারে এ মিছিল ও মানববন্ধন করা হয়।
প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শহরের শাপলা চত্ত্বর ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলাঅং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাম্রাসাই মারমা, এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা, সুনেশ চাকমা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পাহাড়ের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি, সেই বৈসাবির দিনে এসএসসি পরীক্ষা রেখে সরকার বৈষম্যমূলক আচরণ করছে। বৈষম্যহীন বাংলাদেশে সরকারের এমন সিদ্ধান্ত ঠিক নয়।
পাহাড়িদের উৎসবের দিনের পরীক্ষা বাতিলসহ সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ৫ দিনের সরকারি ছুটি ও আদিবাসী স্বীকৃতি দেয়ার দাবি জানান তারা।