কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭ তম একাডেমিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসাইন চৌধুরী।
একাডেমিক কাউন্সিলে উপস্থিত ছিলেন, সিবিআইইউ প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা, সদস্য ও ট্রাস্টি বোর্ড মনোনীত শিক্ষানুরাগী এ এস এম সাইফুর রহমান, সিবিআইইউ সিন্ডিকেট মনোনীত শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, সিবিআইইউ সিন্ডিকেট মনোনীত শিক্ষাবিদ ও চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাদাত জামান খান, সিবিআইইউ ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আদিতা বড়ুয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ খালেদ, আইন বিভাগের চেয়ারম্যান খান হাবিবা মুসতারিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক তামান্না নওরিন আজম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রাজিদুল হক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আনানদীপ বড়ুয়া, হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মিজানুর রহমান।
একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।